পৃষ্ঠা

শনিবার, ১ মে, ২০২১

কোন মাস্ক কিভাবে পরতে হবে?

আসুন যেনে নেই কোন মাস্ক কিভাবে পরতে হবে?

বর্তমান সময়ে মাস্ক আমাদের নিত্যদিনের সঙ্গি। তবে আমারা কি সঠিক মাস্ক ব্যাবহার করতেছি?

নাকি শুধুই ফ্যাশান হয়ে উঠেছে আমাদের ব্যাবহৃত মাস্ক। সঠিক মাস্ক পরতেছি কিন্তু সঠিক নিয়মে পরতেছি কিনা তাও আমরা বেশিরভাগ মানুষ জানি না। 

মাস্খ সংরক্ষন বা মাস্ক পরিস্কার এর বিষয়ে আমার বেশির ভাগ মানুষ উদাশিন। অনেকেই জানেই না কিভাবে মাস্ক সংরক্ষন করতে হবে কিভাবে পরিস্কার করতে হবে?

কার্যকারিতা সংরক্ষন

মাস্ক পরিধান এবং মাস্ক মুখে থেকে খোলার সমই অবস্যই ফিতা ধরে খুলতে বা পরতে হবে। খেয়াল রাখতে হবে কোনও ভাবেই জেন মাস্ক এর মুল অংশে হাত না লাগে।

মাস্ক পরার আগে পরে

আমাদের খেয়াল রাখতে হবে মাস্ক যেমন আমাদের করনা ভাইরাস থেকে বাচাতে পারে তেমন মাস্কের মাধ্যমে খুব সহজেই আমাদের শরিরে বাসা বাধতে পারে COVID-19.

তাই সবসমই মাস্ক পরার আগে এবং পরে আমাদের হাত ভালো করে ধুয়ে নিতে হবে। এর কোনও একটি অংশ বের হয়ে থাকলে সংক্রমনের আশংকা থেকেই জাই।

মাস্ক সংরক্ষনঃ

কাপরের মাস্কঃ অবশ্যি প্রতিবার ব্যাবহারের পরে ধুয়ে পরিস্কার করে রাখতে হবে।

সার্জিক্যাল মাস্কঃ একবারের বেশি ব্যাবহার করা যাবে না।

পরিস্কার মাস্ক একটি প্লাস্টিকের পরিস্কার ব্যাগে সংরক্ষন করে রাখতে হবে।

নিষিদ্ধ্য মাস্কঃ

ঢিলে ঢালা মাস্ক জা মুখের সাথে টিক্টহাক ভাবে খাপ খাই না। আবার কাপরের তৈরি পাতলা মাস্ক ও ব্যাবহার করা যাবে না।

এ সমস্ত মাস্ক ব্যাবহারে করনা ভাইরাস ঠেকাতে পারে না।

মাস্ক নির্বাচনঃ

WHO স্বীকৃত বাজারে বেশ কিছু মাস্ক পাও্যা জাই। কিন্তু এই সমস্ত মাস্ক এর বাজার মুল্য বেশি হওয়াতে সাধারন মানুষের পক্ষে তা ব্যাবহার করা সম্ভব হই না। তাই যদি আমাদের কাপড়ের মাস্ক পরতে হই তাহলে খেয়াল রাখতে হবে জেন মাস্ক অবশ্যই কয়হেক্তি লেয়ার এর হয়। আর ভালো ভাবে নিঃশ্বাস নেয়া যাই এমন মাস নির্বাচন করতে হবে।

মাস্ক N95

ন্যাশনাল ইন্সটিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এর মতে N95 মাস্ক হলো সবচেয়ে উৎকৃষ্ট

মানের মাস্ক। মুলোত একটি মাস্কের মদ্ধ্যে যে যে গুনাগুন থাকা দরকার তার সব গুলো গুনা গুন এই মাস্ক এর ভিতরে আছে।


UNICEF এর পরামর্শ অনুযায়ি মাস্ক ব্যাবহারের সঠিক নিয়ম

v  টেনে নাকে নিচে নামাবেন না

v  থুতনি উন্মুক্ত রাখবেন না

v  টেনে থুতনির নিচে নামাবেন না

v  মাস্ক পরার সময় এটি স্পর্শ করবেন না

v  ঢিলাঢালা মাস্ক পরবেন না

v  ময়লা, নষ্ট বা ভেজা মাস্ক পরবেন না

 

২টি মন্তব্য:

siddik বলেছেন...

এই পোস্ট আমাদের সবার সংগ্রহে রাখা দরকার। আমাদের সকলের জানা দরকার এই সম্পর্কে। ধন্যবাদ।

Unknown বলেছেন...

Ey post amader sobar Jana dorkar.