পৃষ্ঠা

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

এই গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা করুন প্রাকিতিক উপায়ে।

করোনা কালিন সময়ে মানুষের এখন ঘর বন্দি জীবন। তার উপরে গরমের প্রকোপ। আমাদের সবার ঘরে তো আর এসি নেই। যার কারনে গরমকে মেনে নেয়া ছাড়া আর কোনও উপায় আমাদের হাতে নেই বললেই চলে। কিন্তু আমাদের কিছু নিয়ম এনে দিতে পারে আমাদের জিবনে প্রশান্তি।

তাই আজ সবার কথা ভেবে আপনাদের জন্য এনেছি কিছু টিপস যা আমাদের ঘরকে ঠান্ডা করতে সাহায্য করবে। তাহলে চলুন যেনে নেই ঘর ঠান্ডা করার উপায়।

১। বেলা বাড়ার সাথে সাথে ঘরে জানালা বন্ধ করে ফেলুন। সকালের রোদের মিষ্টি ভাব কেটে গেলেই জানালা বন্ধ করে ফেলুন এবং জানালাই পর্দা টেনে দিন। তাতে করে ঘরের ভিতরে বাহিরের তাপমাত্রা সরাসরি ঢুকতে পারবে না। এ সময় ফ্যান চালু রাখলে আরাম পাবেন। আবার বিকেল হলেই জানালা খুলে দিন। যদি ঘরের জানালা মুখোমুখি থাকে তাহলে ঘরের বাতাস চলাচল করবে ভালো।

২। ঘরে হাল্কা রঙের পর্দা এবং বেড শিট ব্যাবহার করুন। হাল্কা রঙ তাপমাত্রা প্রতিফলন করে ফলে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করবে।

৩। ঘরে যত আলো কম থাকবে তত ঘর ঠান্ডা থাকবে।

৪। ঘরের ভিতরে গাছ রাখতে পারেন। ঘরের ভিতরে গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং তাপমাত্রা শোষণ করবে। তবে যদি কারো পরাগরেনুতে এলার্জি থাকে তাহলে অবশ্যই ঘরে গাছ রাখার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।

৫। রান্না করার সময় এডজাস্ট ফ্যান চালু রাখুন যাতে করে রান্নার তাপ ঘরে প্রবেশ করতে না পারে।

৬। হাল্কা পানি দিয়ে ঘর মুছে নিন এবং জানালা বন্ধ করে ফ্যান চালু করে দিন ঘরের তাপমাত্রা কমে যাবে।

৭। ঘরের জানালার সামনে একটি টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে তার সামনে কিছু বরফ টুকরো রেখে ফ্যান চালিয়ে দিন তবে খেয়াল রাক্তে হবে যেনো ফ্যানের বাতাস বরফের গায়ে লাগে এতে করে কিছুক্ষনের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যাবে।

৮। যেদিক দিয়ে ঘরে রোদ প্রবেশ করে সেদিকে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। তাছাড়া ঘরের এক কনে জল ভর্তি পাত্র রেখে ফ্যান চালিয়ে দিন এতে করে ঘরের তাপমাত্রা এমনিতেই ২-৩ ডিগ্রি কমে যাবে।

৯। ঘরম বেশি হলে জানালার পর্দাই জল স্প্রে করে তারপর ফ্যান চালিয়ে দিন। ঘরের তাপমাত্রা অনেক কমে যাবে।

১০। যাদের পরাগরেনুতে এলার্জি আছে তারা ইচ্ছে করলে জানার বাহিতে গাছ রাখতে পারেন এবং ঘরের চারপাশে গাছ রাখতে পারেন তাতে এমনিতেই ঘর ঠান্ডা থাকবে।

১১। ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখতে ফ্যান তো চালু রাখতেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেনো ঘরের বাকি ইলেক্ট্রিক পন্য যেনো বন্ধ থাকে। কারোন ইলেক্ট্রিক পন্য চালু থাকতে তা ঘরম হয় এবং এতে করে ঘরের তাপমাত্রা বেরে যেতে পারে।

 

 

 

 

 

তথ্য সুত্রঃ

বাংলা.এসিয়ানেটনিউজ.কম
ফেমিনা.ইন অনলাইন